সহজ উপায়ে Tense Structure শিখুন Part-1 ( PDF Download )

আজকে আমরা সহজ উপায়ে Tense Structure নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে প্রথম পর্ব । আমরা পর্যায়ক্রমে বেশকিছু পর্বের মাধ্যমে Tense Structure সম্পূর্ন গাইডলাইন নিয়ে আসবো। অবশ্যই PDF ফাইল টি ডাউনলোড করে নিবেন।

“Tense” শব্দটি Latin word “Tempus” থেকে এসেছে যার অর্থ “কাল” বা “সময়” । সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হল Tense. তাই Tense কে ইংরেজি ভাষার প্রাণ “Soul of English Language” বলা যায়। বাক্য গঠন, সংযোজন, পরিবর্তন বা এক কথায় বলতে পারি ইংরেজির প্রায় সব ক্ষেত্রেই Tense- এর প্রয়োজন অনস্বীকার্য।

সংজ্ঞাঃ কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে ।

সহজ উপায়ে Tense Structure শিখুন Part-1 ( PDF Download )

  PDF DOWNLOAD

12 Tense structure

Tense প্রধানত তিন প্রকার যথা:

1) Present tense (বর্তমান কাল) 

2) Past tense (অতীত কাল) 

3) Future tense (ভবিষ্যৎ কাল)

প্রতিটি Tense এর আবার চারটি করে রূপ আছে:

Present tense:

a) Simple present tense

b) Present continuous tense

c) Present perfect tense

d) Present perfect continuous tense

Past tense:

a) Simple past tense

b) Past continuous tense

c) Past perfect tense

d) Past perfect continuous tense

Future tense:

a) Simple future tense

b) Future continuous tense

c) Future perfect tense

d) Future perfect continuous tense

All tense structure with example

সহজ উপায়ে Tense Structure শিখুন  সাথে PDF Download করে নিন ।

12 Tense structure

Simple present tense

সংজ্ঞাঃ বর্তমান কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হয় এরূপ বুঝালে তাকে Simple present tense বলে।

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে অ, ই, য়, এ, ও, ন ইত্যাদি থাকে।

Simple present Tense Structure:

Subject + মূল verb + extension.

NB: Subject third person singular number হলে মূল verb-এর সংঙ্গে (নিয়মানুযায়ী) s বা es যোগ হয়

Example: 

  1. They          go                       home.

   Sub           মূল verb              extension

  তারা             বাড়ি                    যায়।

  1. I eat rice.

আমি ভাত খাই ৷

  1. He reads a book.

তিনি একটি বই পড়েন।

Present continuous tense

সংজ্ঞাঃ বর্তমান কালে কোন কাজ অনবরত চলছে এরূপ বুঝালে তাকে Present continuous tense বলে ।

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, ছি,চ্ছৈ, চ্ছেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি থাকে। 

Present continuous tense Structure: 

Subject + sub অনুযায়ী auxi verb (am/is/are) + মূল verb (ing) + ext.

Am, Is, Are এর ব্যবহার

Am = First person singular number-এর সাথে বসে। যেমনঃ I am. 

Is = Third person singular number-এর সাথে বসে। যেমনঃ He is, She is, Rahim is..

Are =Second person Plural number-এর সাথে বসে। যেমনঃ You are, We are.

 Present continuous tense Example:

  1. I               am                  going                           home.

          Sub           auxi.v             মূল verb (ing)              extension

          আমি          বাড়ি                যাইতেছি (যাচ্ছি)।

  1. He is reading a book. 

        সে একটি বই পড়িতেছে (পড়ছে)।

  1. They are eating rice. 

        তারা ভাত খাইতেছে (খাচ্ছে)।

Present perfect tense

সংজ্ঞাঃ কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে। এরূপ বুঝালে তাকে Present perfect tense বলে। সহজ উপায়ে Tense শিখুন

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে য়াছ, য়াছি, য়াছে, য়াছেন, এছ, এছি, এছে, এছেন ইত্যাদি থাকে।

Present perfect tense Structure:

গঠন : Subject + sub অনুযায়ী auxi verb (have/has) + মূল verb-এর past participle + extension

Have Has-এর ব্যবহার

Have = First person, Second person এবং Plurul number-এর সাথে বসে।

যেমন : I have, We have, You have, They have. 

Has = Third person singular number এর সাথে বসে ।

যেমন : He has, She has, Karim has

 Present perfect tense Example

  1. I            have                done                     the work.

          Sub       auxi.verb          মূল v. p. p             extension

         আমি      কাজটি              করিয়াছি (করেছি)।

  1. He has written a letter. সে একটি চিঠি লিখিয়াছে (লিখেছে)।
  2. They have helped me. তারা আমাকে সাহায্য করিয়াছে (করেছে)।

All tense structure with example  PDF DOWNLOAD

Present perfect continuous tense

সংজ্ঞাঃ পূর্বে কোন কাজ আরম্ভ হয়ে বর্তমানেও অনবরত চলছে এরূপ বুঝালে তাকে Present perfect continuous tense বলে। বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ,চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি থাকে এবং এসকল বাক্যে সময়ের উল্লেখ থাকে। 

Present perfect continuous tense Structure:

গঠনঃ Subject + sub অনুযায়ী auxi verb (have been / has been) + মূল verb (ing) + extension. 

NB: ইংরেজি বাক্যে “for” থাকলে বাংলা বাক্যে যাবৎ বা ধরে এবং “since” থাকলে হতে বা থেকে বসে ।

Have been, Has been এর ব্যবহার

Have been = First person, Second person এবং  Plurul number- এর সাথে বসে

যেমনঃ I have been, You have been, They have been.

 Has been = Third person singular number এর সাথে বসে । 

যেমন : He has been, She has been, Karim has been.

Present perfect continuous tense Example:

  1. I             have been        teaching            you for an hour.

          Sub         auxi.verb         মূল verb (ing)     extension

        আমি       এক ঘন্টা           যাবৎ                  তোমাকে পড়াইতেছি (পড়াচ্ছি)।

  1. He has been sleeping since morning. 

         সে সকাল থেকে ঘুমাইতেছে (ঘুমাচ্ছে)।

  1. He has been reading a book for two hours.

      সে দুই ঘণ্টা যাবৎ একটি বই পড়িতেছে (পড়ছে)।

All tense structure with example

সহজ উপায়ে Tense Structure শিখুন PDF Download করে নিবেন 

Simple past tense.

সংজ্ঞাঃ অতীত কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে তাকে Simple past tense বলে ।

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে য়াছিল, য়াছিলে, য়াছিলেন, য়াছিলাম,এছিল, এছিলেন, এছিলে, এছিলাম, ল, লে,লাম, লেন, ত, ভে, তাম, তেন ইত্যাদি থাকে।

Simple past tense Structure:

গঠন : Subject+ মূল verb-এর past form + extension.

Simple past tense Example:

  1. He          did                                           the work.

       Sub         মূল verb-এর past f.                  extension

        সে            কাজটি                                    করিয়াছিল (করেছিল)।

  1. He caught fish.

          তিনি মাছ ধরিয়াছিলেন ( ধরেছিলেন)।

  1. I knew him. 

          আমি তাকে চিনিতাম (চিনতাম)।

All tense structure with example  PDF DOWNLOAD

Past continuous tense

সংজ্ঞাঃ অতীত কালে কোন কাজ অনবরত চলছিল এরূপ বুঝালে তাকে Past continuous tense বলে।

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলে, তেছিলাম,তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, চ্ছিলাম, ছিল, ছিলে ছিলাম, ছিলেন ইত্যাদি থাকে।  PDF Downlod

Past continuous tense Structure:

গঠন : Subject + sub অনুযায়ী auxi verb (was / were) + মূল verb (ing)+ext.

Was, Were -এর ব্যবহার

Was = First person singular , Third person singular number-এর সাথে বসে।

যেমনঃ I was, He was, Karim was.

Were = Second person এবং Plurul number-এর সাথে বসে 

যেমনঃ You were, They were We were

Example

  1. I               was                 going                 home.

          Sub          auxi.verb         verb(ing)            extension 

       আমি বাড়ি যাইতেছিলাম (যাচ্ছিলাম)।

  1. He was teaching me. 

        তিনি আমাকে পড়াইতেছিলেন (পড়াচ্ছিলেন)।

  1. They were playing cricket. 

      তারা ক্রিকেট খেলিতেছিল (খেলছিল)।

Past perfect tense

সংজ্ঞাঃ অতীত কালে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে তাকে Past perfect tense বলে

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে য়াছিল, য়াছিলে, য়াছিলেন, য়াছিলাম, এছিল, এছিলেন, এছিলে এছিলাম, ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন ইত্যাদি থাকে এবং এসকল বাক্যে সময়ের উল্লেখ থাকে।

Past perfect tense Structure:

গঠনঃ subject + auxi verb (had) + মূল verb-এর past participle extension.

NB: অতীত কালের দুটি কাজের মধ্যেঃ

  1. a) আগে সংঘটিত কাজটি Past perfect tense
  2. b) পরে সংঘটিত কাজটি Simple past tense

Note: a) ইংরেজি বাক্যে “before”থাকলে বাংলা বাক্যে পূর্বে এবং “after” থাকলে পরে বসে। 

  1. b) Before-এর আগে এবং after-এর পরে past perfect tense হয়।

All tense structure with example  PDF DOWNLOAD

Example:

I had done the work before you came.

Past perfect tense              Simple past tense

তুমি আসার পূর্বে  আমি কাজটি করিয়াছিলাম (করেছিলাম)।

  1. The patient died after the doctor had come.

   Simple past tense         Past perfect tense

   ডাক্তার আসার পরে         রোগী মারা গেল।

Past perfect continuous tense

 সংজ্ঞাঃ অতীত কালে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলছিল বা শুধুমাত্র একটি কাজ চলছিল এরূপ বুঝালে তাকে Past perfect continuous tense বলে ।

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, ছিলেন, চ্ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, ছিলেন ইত্যাদি থাকে এবং এসকল বাক্যে সময়ের উল্লেখ থাকে ।

Past perfect continuous tense Structure:

গঠনঃ subject + auxi verb (had been) + মূল verb (ing)+ extension.

N.B: অতীত কালের দুটি কাজ হলেঃ

  1. a) আগে সংঘটিত কাজটি Past perfect continuous tense 
  2. b) পরে সংঘটিত কাজটি Simple past tense

Note: ইংরেজি বাক্যে “for” থাকলে বাংলা বাক্যে যাবৎ বা ধরে “since” থাকলে হতে বা থেকে “before” থাকলে পূর্বে এবং “for a long time” থাকলে অনেক সময় পর্যন্ত বা দীর্ঘদিন যাবৎ বসে।

 Past perfect continuous tense Example:

  1. He       had been       writing          a letter for an hour.

    Sub     auxi.verb        verb(ing)         extension

    সে        এক ঘন্টা  ধরে       একটি চিঠি লেখিতেছিল (লেখছিল)।

  1. I had been eating rice             before he came.

   Past perfect continuous tense   Simple past tense

  সে আসার পূর্বে আমি ভাত খাইতেছিলাম (খাচ্ছিলাম)।

  1. It had been raining since morning. 

    সকাল হতে বৃষ্টি হইতেছিল (হচ্ছিল)।

  1. I had been doing it for a long time. 

    আমি দীর্ঘদিন যাবৎ ইহা করিতেছিলাম (করছিলাম)।

Simple future tense

সংজ্ঞাঃ ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বুঝালে তাকে Simple future tense বলে।

বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বা, বেন ইত্যদি থাকে । 

Simple future tense Structure:

গঠন: Subject + sub অনুযায়ী auxi verb ( shall/will) + মূল verb + extension.

Shall, Will-এর ব্যবহার:

Shall,Will = First person এর সাথে বসে ।

যেমন :  I shall, I will, We shall, We will 

Will = Second person এবং Third person-এর সাথে বসে ।

যেমন : You will, He will, Karim will.

Note: নিশ্চিত বা জোর দিয়ে বুঝালে shall এর স্থলে will এবং will-এর স্থলে shall বসে।

 Simple future tense Example:

  1. I         shall/will             do              the work.

        Sub     auxi.verb          মূল verb       extension

          আমি    কাজটি              করিব (করব)।

  1. I will do the work. 

          আমি কাজটি করিবই(করবই)। (নিশ্চিত)

  1. You shall read the book. 

   তুমি বইটি পড়িবেই (পড়বেই)। (জোর)

Future perfect continuous tense

সংজ্ঞাঃ ভবিষ্যৎ কালে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলতে থাকবে বা শুধুমাত্র একটি কাজ চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future perfect continuous tense বলে বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিব, তেথাকিবেন, তে থাকব, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন ইত্যদি থাকে এবং এসকল বাক্যে সময়ের উল্লেখ থাকে।

Future perfect continuous tense Structure:

গঠন: Subject + sub অনুযায়ী auxi verb ( shall have been / will have been)+মূল verb(ing)+ extension. 

NB: ভবিষ্যৎ কালের দুটি কাজ হলেঃ

  1. আগে সংঘটিত কাজটি Future perfect continuous tense

       b.পরে সংঘটিত কাজটি Simple present / Simple future tense 

Note: ইংরেজি বাক্যে “for” থাকলে বাংলা বাক্যে যাবৎ বা ধরে “before” থাকলে পূর্বে এবং “for a long time” থাকলে অনেক সময় পর্যন্ত বা দীর্ঘদিন যাবৎ বসে।

Shall have been, Will have been -এর ব্যবহার:

Shall have been First person এর সাথে বসে।

যেমনঃ I shall have been, We shall have been.

 Will have been = Second person এবং Third person-এর সাথে বসে। 

যেমনঃ You will have been, Karim will have been.

Future perfect continuous tense Example:

  1. I        shall         have been reading the book for an hour

   Sub.  auxi.verb      মূল v. (ing)            extension 

   আমি এক ঘন্টা যাবৎ বইটি পড়িতে থাকিব (পড়তে থাকব।

  1. They will have been playing football for a long time. 

তারা অনেক সময় পর্যন্ত ফুটবল খেলিতে থাকিবে (খেলতে থাকবে)।

  1. He will have been doing the work before you (will come) come.

তুমি আসার পূর্বে তিনি কাজটি করিতে থাকিবেন (করতে থাকবেন) । )

NB: ভবিষ্যৎ কালের দুটি কাজ হলেও

  1. আগে সংঘটিত কাজটি Future perfect tense 
  2. পরে সংঘটিত কাজটি Simple present / Simple future tense

Note: (a) ইংরেজি বাক্যে “before” থাকলে বাংলা বাক্যে পূর্বে বসে। 

         (b) ইংরেজি বাক্যে সময়জ্ঞ্যাপক শব্দ থাকলে ঐ শব্দের পূর্বে by বসে।

যেমনঃ by this time ( এতক্ষণে)

by that time (ঐ সময়ের মধ্যে)

যে কোন বার,

যেমন ঃ by Saturday (শনিবারের মধ্যে)

যে কোন সময়,

যেমনঃ by 4 pm. (বিকাল ৪টার মধ্যে)

যে কোন মাস,

যেমনঃ by June (জুন মাসের মধ্যে)

যে কোন তারিখ,

যেমনঃ by the 10th (১০ তারিখের মধ্যে)

Shall have, Will have-এর ব্যবহার

Shall have = First person -এর সাথে বসে।

যেমন : I shall have, We shall have.

Will have = Second person এবং Third person -এর সাথে

যেমন: You will have, He will have, Karim will have.

Future perfect continuous tense Example:

  1. I        shall have             written                a letter.

    Sub    F.auxi.verb           মূলv. p. p.           extension

আমি একটি চিঠি লেখিয়া থাকিব (লেখে থাকব।

  1. He will have done the work by this time.. 

এতক্ষণে সে কাজটি করিয়া থাকিবে (করে থাকবে)।

  1. I shall have read the book by Saturday. 

   আমি শনিবারের মধ্যে বইটি পড়িয়া থাকিব(পড়ে থাকব।

  1. He will have done it before I ( will come) come. 

   আমি আসার পূর্বে সে ইহা করিয়া থাকিবে (করে থাকবে)।

Future perfect continuous tense

সংজ্ঞাঃ ভবিষ্যৎ কালে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলতে থাকবে বা শুধুমাত্র একটি কাজ চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future perfect continuous tense বলে। বাংলা ক্রিয়ার রূপঃ বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিব, তে থাকিবেন, তে থাকব, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন ইত্যদি থাকে এবং এসকল বাক্যে সময়ের উল্লেখ থাকে। 

Spoken English

Future perfect continuous tense Structure:

গঠন: Subject + sub অনুযায়ী auxi verb ( shall have been / will have been)+ মূল verb(ing)+ extension.

N.B: ভবিষ্যৎ কালের দুটি কাজ হলেঃ

a.আগে সংঘটিত কাজটি Future perfect continuous tense b.পরে সংঘটিত কাজটি Simple present / Simple future tense

Note:ইংরেজি বাক্যে “for” থাকলে বাংলা বাক্যে যাবৎ বা ধরে “before” থাকলে পূর্বে এবং “for a long time” থাকলে অনেক সময় পর্যন্ত বা দীর্ঘদিন যাবৎ বসে Shall have been, Will have been -এর ব্যবহার dw

Shall have been = First person এর সাথে বসে

যেমনঃ I shall have been, We shall have been. Will have been = Second person এবং Third person-এর সাথে বে বসে। যেমনঃ You will have been, Karim will have been.

Future perfect continuous tense Example:

  1. I       shall have been  reading          the book  for an hour.

   Sub     auxi.verb           মূল v. (ing)     extension

আমি এক ঘন্টা যাবৎ বইটি পড়িতে থাকিব (পড়তে থাকব। 

  1. They will have been playing football for a long time.

তারা অনেক সময় পর্যন্ত ফুটবল খেলিতে থাকিবে (খেলতে থাকবে) ।

  1. He will have been doing the work before you (will come) come. 

তুমি আসার পূর্বে তিনি কাজটি করিতে থাকিবেন (করতে থাকবেন)। ।

12 Tense structure

All tense structure with example  PDF DOWNLOAD

See All Spoken English Post

Follo us On Facebook

Tense and All Structure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *