খুলাফায়ে রাশিদুন আবু বকর (রা.) সম্পর্কিত ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম সবাইকে! আমরা আপনাদের জন্য একটি নতুন পোস্ট নিয়ে এসেছি  Knowledge Bee Blog-এ। আজকের আলোচ্য বিষয় হল খুলাফায়ে রাশিদুন আবু বকর (রা.) সম্পর্কিত ইসলামিক সাধারণ জ্ঞান। আজকে আপনাদের জন্য আমরা খুলাফায়ে রাশিদুন সম্পর্কিত ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এগুলো আপনারা ইসলামিক কুইজ এর প্রশ্ন হিসেবেও ব্যাবহার করতে পারেন । যদি আপনি পিডিএফ বই পছন্দ করেন, তাহলে আপনি ইসলামিক সাধারণ জ্ঞান pdf বইগুলি ডাউনলোড করতে পারেন। আপনাদের সাড়া পেলে অতি শীগ্রই আমরা ইসলামিক সাধারণ জ্ঞান pdf নিয়ে আসবো। 

আপনি সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর এর সমাধান পাবেন এখানে। ইসলামিক শর্ট প্রশ্ন ও উত্তর দিয়ে আপনি আপনার জ্ঞান বাড়াতে পারেন অথবা বিভিন্ন ইসলামিক কুইজ এর প্রশ্ন হিসেবে ব্যাবহার করতে পারেন। ইসলামিক জটিল প্রশ্ন এর জন্য আপনাদের সাধারণ জ্ঞান আরো সমৃদ্ধ করতে পারেন  আজকের খুলাফায়ে রাশিদুন সম্পর্কে ইসলামিক সাধারণ জ্ঞান পর্বে ইসলামের প্রথম খলীফা আবু বকর (রা.) সম্পর্কে প্রশ্ন উত্তর এবং ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। পর্যায়ক্রমে সকল খলীফা ও সাহাবীদের নিয়ে পোষ্ট আসবে।

খুব শীগ্রই আমরা ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের জন্য MCQ প্রশ্ন ও উত্তরও নিয়ে আসবো। ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর pdf  পেতে চাইলে আমাদের পেইজে মেসেজ দিয়ে জানাবেন । তো জেনে নিন খুলাফায়ে রাশিদুন – প্রথম খলীফা আবু বকর (রা.) সম্পর্কে ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ।

খুলাফায়ে রাশিদুন সম্পর্কিত ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : “খুলাফায়ে রাশিদুন” অর্থ কী ?
উত্তর : সঠিক পথের অনুগামী খলীফাগণ।

প্রশ্ন : খুলাফায়ে রাশেদুন মূলত কতজন ?
উত্তর : ৪ জন।

প্রশ্ন : খুলাফায়ে রাশেদুনের মোট মেয়াদ কত বছর ?
উত্তর : ৩০ বছর।

প্রশ্ন : খুলাফায়ে রাশেদুনের মেয়াদকাল কত সাল থেকে কত সাল ?
উত্তর : ৬৩২ খ্রি. থেকে ৬৬১ খ্রি. মোতাবেক ১১ হিজরী থেকে ৪০ হিজরী পর্যন্ত।

প্রশ্ন : খুলাফায়ে রাশেদুন নামটি কোথা থেকে নেয়া হয়েছে ?
উত্তর : ইসলামের দ্বিতীয় উৎস হাদীস থেকে।

প্রশ্ন : হাদীসে খুলাফায়ে রাশেদুনের কী গুণ বলা হয়েছে ?
উত্তর : মাহদিয়্যীন বা হিদায়াতপ্রাপ্ত ।

 

খুলাফায়ে রাশিদুন আবু বকর (রা.) সম্পর্কিত ইসলামিক সাধারণ জ্ঞান

আবু বকর (রা.) সম্পর্কিত ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ইসলামের প্রথম খলীফার নাম কী ?
উত্তর : আবু বকর (রা.)

প্রশ্ন : প্রথম খলীফা আবু বকর (রা.)-এর খিলাফাত কত বছর

উত্তর : ২ বছর তিন মাস ১০ দিন।

প্রশ্ন : প্রথম খলীফা আবু বকরের মূল নাম কী ?
উত্তর : আব্দুল্লাহ ।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর পিতার নাম কী ?
উত্তর : উসমান ।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর পিতার উপনাম কী ?
উত্তর : আবু কুহাফা।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর মায়ের নাম কী ?
উত্তর : সালমা / উম্মুল খায়ের।

প্রশ্ন: আবু বকর (রা.)-এর উপাধী কি?
উত্তর : সিদ্দীক, আতীক।

প্রশ্ন: মৃত্যুর সময় আবু বকর (রা.) এর বয়স কত ছিল ?
উত্তর : ৬৩ বছর।

প্রশ্ন: কে আবু বকর (রা.)-কে খলীফা হওয়ার প্রস্তাব করেন ?
উত্তর : ওমর (রা.)।

প্রশ্ন : মুহাজিরদের মধ্যে কে সর্বপ্রথম আবু বকর (রা.)-এর হাতে বায়’আত করেন ?
উত্তর : ওমর (রা.)।


প্রশ্ন : আনসারদের মধ্যে কে সর্বপ্রথম বায়াত করেন ?
উত্তর : বাশীর বিন সা’দ (রা.)।

প্রশ্ন : আবু বকর (রা.) তার খিলাফাতের সময় সর্বপ্রথম কোন অভিযান প্রেরণ করেন ?
উত্তর : উসামা (রা.)-এর অভিযান।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর খিলাফাতের সময় কোন দুটি গোত্র যাকাত দিতে অস্বীকার করে ?
উত্তর : বনু আবূস ও বনু যুবিয়ান ।

প্রশ্ন : ভণ্ডনবী আসওয়াদ আনাসী কোন এলাকার বাসিন্দা ছিলো ?
উত্তর : ইয়ামানের।

প্রশ্ন : ভণ্ডনবী মুসায়লামা কোন এলাকার বাসিন্দা ছিলো ?
উত্তর : ইয়ামামার ।

প্রশ্ন : নাজদে কে নিজেকে নবী দাবী করে ?
উত্তর : তুলায়হা আসাদী ।

প্রশ্ন : ভণ্ড মহিলা নবীর নাম কী ?
উত্তর : সাজা (ইরাক)।

প্রশ্ন : কোন ভণ্ডনবী তাওবা করে পুনরায় ঈমান আনে?
উত্তর : তুলায়হা।

প্রশ্ন : কোন যুদ্ধে ভগুনবী মুসায়লামা কাযযাব নিহত হয় ?
উত্তর : ইয়ামামার যুদ্ধ।

প্রশ্ন :আবু বকর (রা.)-এর খিলাফাতের সময় বাহরাইনে কে বিদ্রোহ করে ?
উত্তর : নু’মান বিন মুনযির।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর খিলাফাতের সময় ওমানে কে বিদ্রোহ করে ?
উত্তর : লাকীত ইবনে মালিক।

প্রশ্ন : এই আবু বকর (রা.)-এর খিলাফাতের সময় সংঘটিত বাহরাইনের বিদ্রোহ কে দমন করেন ?

উত্তর : আলা আল-হাযরামী (রা.)।

প্রশ্ন: ওমানের বিদ্রোহ কে দমন করেন ?
উত্তর : হুযায়ফা বিন সিহসান (রা.)

প্রশ্ন : খুলাফায়ে রাশেদার যুগের কোন যুদ্ধে বিপুল সংখ্যক হাফিজে কুরআন শহীদ হয় ?
উত্তর : ইয়ামামার যুদ্ধে।

প্রশ্ন : কে কুরআান সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলিত করার প্রস্তাব দেন ?
উত্তর: ওমর (রা.)।

প্রশ্ন : কোন ভণ্ডনবী হত্যার জন্য হামযা (রা.)-এর হত্যাকারী ওয়াহশী (রা.) অংশগ্রহণ করেছিলেন ?
উত্তর : মুসায়লামা কাযযাব।

প্রশ্ন : সাজা নামের ভণ্ড মহিলা নবী কার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল ?
উত্তর : ভগুনবী মুসায়লামা কাযযাবের সাথে।

প্রশ্ন: কোন ভণ্ডনবী রসূল (স.)-এর জীবদ্দশায় নবী হওয়ার দাবী করে ?
উত্তর: মুসায়লামা কাযযাব।

প্রশ্ন: আবু বকর (রা.)-এর আমলে কুরআন সংকলনের দায়িত্ব কোন সাহাবীকে দেয়া হয় ?
উত্তর : যায়িদ বিন সাবিত (রা.)-কে।

প্রশ্ন : ইয়ারমুকের যুদ্ধ কত হিজরীতে সংঘটিত হয় ?
উত্তর : ১৩ হিজরীতে।

প্রশ্ন: ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা কত জন ছিল ?
উত্তর : ৩৬ হাজার।

প্রশ্ন : ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন ?
উত্তর : খালিদ বিন ওয়ালিদ (রা.)।

প্রশ্ন : ইয়ারমুকের যুদ্ধে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল ?
উত্তর : ২ লক্ষ ৪০ হাজার।

প্রশ্ন : ইয়ারমুকের যুদ্ধে রোমান বাহিনীর কতজন সৈন্য নিহত হয় ?
উত্তর : প্রায় ১ লক্ষ ।

প্রশ্ন : আবু বকর (রা.) কবে মৃত্যুরোগে আক্রান্ত হন?
উত্তর : ১৩ হিজরীর ৭ই জমাদিউস সানি।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর মৃত্যুরোগ কতদিন স্থায়ী হয়েছিল ?
উত্তর : ১৫ দিন।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর জানাযা কে পড়ান ?
উত্তর : ওমর (রা.)।

প্রশ্ন : আয়শা (রা.)-এর মায়ের নাম কী?
উত্তর : উম্মে রুমান।

প্রশ্ন : আসমা (রা.)-এর মায়ের নাম কী?
উত্তর : কায়িলা বিনতে আব্দুল উজ্জা।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর খিলাফাতকালে প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর : ওমর (রা.)।

প্রশ্ন : আবু বকর (রা.)-এর খেলাফতকালে নিরাপত্তা বিভাগের দায়িত্বে কে ছিলেন ?
উত্তর : আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রা.)।

প্রশ্ন : কোন খলীফার শাসনামলে আনুষ্ঠানিকভাবে বায়তুলমাল প্রতিষ্ঠার কাজ করা হয় ?
উত্তর : আবু বকর (রা.)।

প্রশ্ন : আমীরুল উমারা বা কমান্ডার ইন চিফ নিয়োগের প্রথা বা সিস্টেম কোন খলীফার শাসনামলে শুরু হয় ?
উত্তর : প্রথম খলীফা আবু বকর (রা.)-এর খিলাফাতকালে।

প্রশ্ন : ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কে আমীরুল উমারা পদে নিয়োগ পান ?
উত্তর : খালিদ বিন ওয়ালিদ (রা.)।

প্রশ্ন : কোন খলীফার আমলে খিলাফাতকালে বাহরাইন বিজয় হয় ?
উত্তর : আবু বকর (রা.) খেলাফতকালে।

প্রশ্ন : ইয়ারমুকের যুদ্ধে রোমান বাহিনীর সেনাধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর : মাহান ।

 

Leave a Reply