বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান
আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান শেয়ার করবো। বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, প্রাথমিক সাধারণ জ্ঞান, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত তথ্য ,প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণ জ্ঞান, প্রাথমিক শিক্ষা ভূমিকা, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২২
বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান এর তথ্যগুলো জানা থাকলে ভর্তিপরিক্ষা , বিভিন্ন চাকরী নিয়োগ পরিক্ষা সহ যেকোন প্রতিযোগীতামূলক পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। তাই এখনি বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান তথ্যগুলো জেনে নিন। নিচে পয়েন্ট আকারে তুলে ধরা হলো আশাকরি, আপনারা উপকৃত হবেন ।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
শিক্ষা কমিশন
দেশের শিক্ষা কমিশন গঠিত হয়- ৫ টি
- প্রথম কমিশন- কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন (১৯৭২)
- দ্বিতীয় কমিশন- মফিজউদ্দিন শিক্ষা কমিশন (১৯৮৮)
- তৃতীয় কমিশন- শামসুল হক শিক্ষা কমিশন (১৯৯৭)
- চতুর্থ কমিশন- এম. এ বারি শিক্ষা কমিশন (২০০২)
- পঞ্চম কমিশন- মনিরুজ্জামান মিঞা শিক্ষা কমিশন (২০০৩)
জাতীয় শিক্ষা নীতি
- গঠিত হয়- ৩ টি।
- সর্বশেষ- জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি
- কমিটির প্রধান ছিলেন- অধ্যাপক কবীর চৌধুরী
- গঠিত হয়- ২০০৯ সালে।
জাতীয় শিক্ষানীতি – ২০০৯
- শিক্ষা ব্যবস্থার স্তর- ৩ টি
- প্রাথমিক স্তর- প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত
- মাধ্যমিক স্তর- নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত
- উচ্চ শিক্ষা স্নাতক থেকে পরবর্তী পর্যন্ত
শিক্ষা প্রশাসন
- প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করে- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তা- মহাপরিচালক ব্যানবেইস অবস্থিত- নীলক্ষেত, ঢাকা
- NAPE অবস্থিত- ময়মনসিংহ
- প্রতিষ্ঠিত হয়- ১৯৭৮ সালে
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)- ধানমন্ডি, ঢাকা
- প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন- DPE
- DPE- Directorate of Primary Education.
শিক্ষা বিষয়ক Abbreviations
- NAPE – National Academy for Primary Education.
- TOEFL-Test of English as Foreign Language.
- SAT – Scholastic Aptitude Test.
- HSC-Higher Secondary Certificate.
- BOU – Bangladesh Open University.
- NAEM – National Institute of Education Management.
- BANBEIS- Bangladesh Bureau of Educational Informational and Statistics.
বিভিন্ন ইনস্টিটিউট এর অবস্থান
- মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট- আগ্রাবাদ, চট্টগ্রাম
- মিলিটারি একাডেমি- ভাটিয়ারী, চট্টগ্রাম
- পুলিশ একাডেমি সারদা, রাজশাহী
- মেরিন একাডেমি- জলদিয়া, চট্টগ্রাম
- নেভাল একাডেমি- পতেঙ্গা, চট্টগ্রাম
- মিলিটারি, মেরিন ও নেভাল তিনটি একাডেমি-ই চট্টগ্রামে
- এয়ারফোর্স একাডেমি- যশোর
- আনসার একাডেমি- সফিপুর, গাজীপুর
- মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট- শের-ই-বাংলা নগর, ঢাকা
- মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট- বোর্ডবাজার, গাজীপুর
- চারুকলা ইনস্টিটিউট- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি- বন্দর, নারায়ণগঞ্জ
বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান আরো কিছু তথ্য জেনে নিন
বাংলাদেশের ক্যাডেট কলেজ
- মোট ক্যাডেট কলেজ- ১২ টি (বালক ৯ টি ও বালিকা ৩ টি)
- প্রথম ক্যাডেট কলেজ- ফৌজদারহাট ক্যাডেট কলেজ (১৯৫৮)
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ অবস্থিত- চট্টগ্রামে
- বালিকাদের জন্য গার্লস ক্যাডেট কলেজ- ৩ টি
- ময়মনসিংহ ক্যাডেট কলেজ
- ফেনী ক্যাডেট কলেজ
- জয়পুরহাট ক্যাডেট কলেজ
- প্রথম গার্লস ক্যাডেট কলেজ- ময়মনসিংহ ক্যাডেট কলেজ
- সর্বশেষ গার্লস ক্যাডেট কলেজ- জয়পুরহাট ক্যাডেট কলেজ
জাতীয় অধ্যাপক
- প্রথম জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়- ১৭ মার্চ, ১৯৭৫
- প্রথম জাতীয় অধ্যাপক ছিলেন- ৩ জন
- শিল্পাচার্য জয়নুল আবেদীন
- অধ্যাপক আবদুর রাজ্জাক
- ড. কাজী মোতাহের হোসেন
জাতীয় অধ্যাপকের মেয়াদ ৫ বছর। নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রথম জাতীয় মহিলা অধ্যাপ ছিলেন সুফিয়া আহম্মেদ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC বলতে বুঝায়- সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান।
UGC – University Grants Commission.
প্রতিষ্ঠিত হয়- ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
সদর দপ্তর- আগারগাঁও, ঢাকা ।
বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান
এক নজরে শিক্ষা ব্যবস্থা
- বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন- ড. কুদরাত-ই-খুদা কমিশন, ১৯৭২
- বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয়- ১৯৭৪ সালে
- সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয়- ১৯৮০ সালে
- বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়- ১৯৯০ সালে
- বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ১৯৯২ সালে (৬৮ টি উপজেলায়)
- সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ১৯৯৩ সালে (খাদ্যের বিনিময়ে শিক্ষা )
- প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়- ২০০৩ সালে
- প্রাথমিক শিক্ষা একাডেমী অবস্থিত- ময়মনসিংহ (ন্যাপ), ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত
- প্রার্থমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তাকে বলা হয়। মহাপরিচালক
বাংলাদেশের শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান আরো তথ্য পোষ্ট করা হবে । আমাদের সাথেই থাকুন । যেকোন আপডেট এর জন্য আমাদের ফেসবুক পেইজে কানেক্ট থাকুন । সাধারণ জ্ঞানের আরো পোষ্ট পেতে ভিজিট করুন